ঢাকা      সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

দুপুরে রাজগিরে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ (ভিডিও)

IMG
01 September 2025, 10:55 AM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: রাজগিরে মালয়েশিয়ার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু। এরপর চাইনিজ তাইপেকে গোল বন্যায় ভাসিয়ে জয়ের ধারায় ফেরা। এশিয়া কাপ হকির এবারের আসরে বাংলাদেশের মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষা হেভিওয়েট দক্ষিণ কোরিয়ার কাছে পরীক্ষা দেওয়ার। এই পরীক্ষায় পাস করলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। ভারতের বিহারের রাজগির স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ২টায়।

আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ১৬টি দল নিয়ে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই আসরে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল ফেব্রুয়ারিতে বাছাইপর্বে খেলবে। সেই ছয় দলের একটি হওয়ার আশা বাংলাদেশের। লক্ষ্য পূরণে প্রাথমিকভাবে চাইনিজ তাইপেকে হারিয়েছে। এবার ড্রয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপ হকিতে পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে দলটি অনেক এগিয়ে। বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে তারা ১৫তম স্থানে। যেখানে বাংলাদেশ আছে ২৯তম স্থানে। তারপরও র‌্যাঙ্কিংয়ের দিকে নজর না দিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ।

জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। চাইনিজ তাইপের জালে দিয়েছিল ৭ গোল। কিন্তু পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে তারা হেরে যায়। অন্যদিকে বাংলাদেশ মালয়েশিয়ার একই ব্যবধানে হার দিয়ে মিশন শুরু করলেও চাইনিজ তাইপেকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, দক্ষিণ কোরিয়াকে তিন গোলের ব্যবধানে হারাতে পারলে সুপার ফোরে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেটি না হলে অন্তত ড্র করতে পারলে সেরা ছয়ে থাকবে মশিউর রহমানের শিষ্যরা। সেদিকে চোখ রেখেই টার্ফ কাঁপাতে নামবে বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন