ঢাকা      সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ভিয়েতনামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কঠোর অনুশীলন

IMG
01 September 2025, 11:46 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে উঠতে চায় বাংলাদেশ। স্বপ্ন পূরণের এই অভিযানে ভরসা যোগাচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ তারকারা। সঙ্গে রয়েছেন প্রবাসী চার ফুটবলার।

২৩ সদস্যের দলে জাতীয় দলের ১৩ জন খেলোয়াড়ের পাশাপাশি আছেন যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেল ও তানিল সালিক, ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদ। তাদের উপস্থিতি দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

এ লক্ষ্যে গত শনিবার ভোরে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। আর গতকাল রোববার ভিয়েতনামে কঠোর অনুশীলন করেন দলের খেলোয়াড়রা। আগামী ৩ সেপ্টেম্বর আয়োজকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের গ্রুপ–'সি' অভিযান। এরপর ৬ সেপ্টেম্বর মাঠে নামবে ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে।

বাছাই পর্ব থেকে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স আপ দল খেলবে ২০২৬ সালে সৌদি আরবে হতে যাওয়া মূল পর্বে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন