ঢাকা      মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

এশিয়া কাপ হকি থেকে বাংলাদেশের বিদায়

IMG
01 September 2025, 4:47 PM

রাজগির, বাংলাদেশ গ্লোবাল: হিরো এশিয়া কাপ হকির সুপার ফোরের লড়াই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে ভারতের বিহারের রাজগিরে পুলের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ করলো বাংলাদেশ।

এদিন এই ম্যাচে যারা জিততো, তারাই সুপার ফোরে উঠতো। কিন্তু শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারলো না লাল-সবুজের দল। চার দলের গ্রুপে মালয়েশিয়ার কাছে ৪-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হারলো বাংলাদেশ। তবে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছিল তারা।

প্রসঙ্গত, ভারতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান খেলতে না আসায় এবারের এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ হকি দল। গ্রুপ 'বি' থেকে চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়া ও দ্বিতীয় হয়ে দক্ষিণ কোরিয়া সুপার ফোরে উঠলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল মালয়েশিয়া।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন