স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাকি আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। অর্থাৎ আগামী বিশ্বকাপে মেসিকে নাও দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে আকাশি-সাদা জার্সিধারীরা শুধুমাত্র ৩-০ গোলে জয়লাভই করেনি। এর মধ্যে জোড়া গোল করেছেন স্বয়ং মেসি। খেলা শেষে এই ফুটবল কিংবদন্তিকে তাঁর অবসর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কী বললেন লিও, আসুন জেনে নেওয়া যাক।
খেলা শেষে মেসি জানিয়েছেন, অবসরের ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। এলএম১০ বলেছেন, 'আমার বয়স অনেকটাই বেড়েছে। সে কারণে ২০২৬ ফিফা বিশ্বকাপ যে খেলতে পারবো না, সেটাই স্বাভাবিক। তবে খেলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। নিজের সেরা পারফরম্যান্সটা উজাড় করে দিচ্ছি। এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোটা বিষয়টাই ভবিষ্যৎ পারফরম্যান্সের উপর নির্ভর করছে।' মেসির এই বক্তব্যের পর তার সমর্থকরা যে অনেকটাই স্বস্তিতে রয়েছেন, তা বলা যেতেই পারে।
এবার খেলা প্রসঙ্গে আসা যাক। এই ম্যাচে আরও একবার আগুন পারফরম্যান্স করলেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে তিনি ঠান্ডা মাথায় প্রথম গোলটি করলেন। বক্সের মধ্যে বলটা পেয়েছিলেন আলভারেজ। তার কাছে গোল করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু, তিনি দলের অধিনায়কের দিকে বলটা বাড়িয়ে দেন। মেসি খুব সহজেই নিজের দায়িত্বটা পালন করেন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। এবার গোল করলেন লাউতারো মার্টিনেজ। মেসির ফ্রি-কিক বিপক্ষের ডিফেন্স প্রাচীরে ফাটল ধরিয়েছিল। বক্সের মধ্যে ছিলেন নিকো গঞ্জালেস। তিনি মার্টিনেজের দিকে ঘুরে বলটা একটা নিখুঁত পাসে বাড়িয়ে দেন। অবশেষে লাউতারোর হেড আটকানোর ক্ষমতা ছিল না ভেনিজুয়েলার গোলকিপার রোমোর।
এরপর মাত্র ৫ মিনিটের মধ্যেই ভেনিজুয়েলার কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন সেই মেসিই। বক্সের ডান দিকে বলটাকে রিসিভ করেছিলেন আলমাদা। কাকে পাসটা বাড়াবেন, প্রথমে ছকে নেন তিনি। অবশেষে মেসির দিকেই বলটা বাড়িয়ে দিলেন তিনি। এরপর বাকি কাজটা আর্জেন্টিনার অধিনায়কই করে দিলেন। সেই সঙ্গে ৩-০ গোলে জয়লাভ করল আলবিসেলেস্তেরা। আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com