ঢাকা      শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ডাকসু নির্বাচনে বাকেরকে মাহিনের সমর্থন

IMG
05 September 2025, 4:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মো. আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন সরকার। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহিন সরকার।

এ সময় মাহিন সরকার বলেন, আবু বাকের মজুমদার যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় হবে। আমি বাকেরের প্রতি আমার পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমার সব শুভাকাঙ্খী, ঢাবির সব সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি, বাকেরকে জিএস পদে নির্বাচিত করুন। বাকেরের বিজয় মাহিন সরকারের বিজয়।

তিনি আরও বলেন, 'যেহেতু এখন প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই প্রার্থী তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। কিন্তু আমার শুভাকাঙ্খীদের বলবো, আপনারা বাকেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন।' এ বিষয়ে আবু বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, 'মাহিন ভাই আমাকে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন।'

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র 'ডিইউ ফার্স্ট' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাহিন সরকার। অন্যদিকে 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে অংশ নিচ্ছেন মো. আবু বাকের মজুমদার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন