কাঠমান্ডু, বাংলাদেশ গ্লোবাল: বিদেশি যাত্রীদের পদচারণায় সারাদিন জমজমাট থাকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টাই দেখা মেলে বিদেশি পর্যটকদের। তাদের সেবা দিতে সদাব্যস্ত থাকেন বিমানবন্দরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিনে আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়, অসংখ্য বিদেশি যাত্রী। এই পর্যটকদের বেশিরভাগই পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের একটা বড় অংশ নেপালে এসেছেন এভারেস্ট অভিযানে অংশ নিতে। অনেকে আবার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট দেখার উদ্দেশ্যেই এই দেশে বেড়াতে আসেন।
বিদেশিদের আনাগোনায় শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাত থেকেই জমে উঠে ত্রিভুবন বিমানবন্দর এলাকা। এই বিমানবন্দর দিয়ে যাতায়াতকারীদের একটি বড় অংশই আবার ভারতীয় নাগরিক। নেপালে অবশ্য ভারতীয়রা বাড়তি সুবিধা পান।
নেপালের ডোমেস্টিক ফ্লাইটে নেপালী এবং ভারতীয় নাগরিকরা অনেক কম খরচে ভ্রমণের সুযোগ পান। এক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর শহরের কেন্দ্রস্থল থেকে ছয় কিলোমিটার দুরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com