ঢাকা      মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ডাকসু নির্বাচন আজ

IMG
09 September 2025, 12:54 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট নেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্যালটের মধ্য দিয়ে নির্বাচিত করবেন তাদের প্রতিনিধিদের।

ছয় বছরের অপেক্ষা শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন। এ বছর ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭০ জন প্রার্থী। ১৮টি হলের প্রতি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ১০৮ জন।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩৯ হাজার ৮৭৪ জন।

৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেবেন। এজন্য ভোটাররা সময় পাবেন ৮ মিনিট।
প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ ২৮ বছর পর।

এই নির্বাচন নিয়ে যেমন আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তেমনিভাবে সারাদেশের মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে। ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ও জিএস পদে এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করা হচ্ছে৷

ডাকসুর ভোট গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোট ৮টি ভোট কেন্দ্রে ৮১০টি বুথে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে যাওয়া এই ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন