ঢাকা      বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারালো বাংলাদেশ (ভিডিও)

IMG
10 September 2025, 3:38 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৬৯ মিনিটে বাংলাদেশের হয়ে মধুর প্রতিশোধের শুরুটা করেন ফাহমিদুল ইসলাম। ডি বক্সের বাইরে থেকে ফাহমিদুল ইসলামের লম্বা শট সরাসরি গোলরক্ষককে ভেদ করে জাল কাঁপালে বাংলাদেশ মাতে আনন্দে। এরপর মজিবুর রহমান জনির গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের দল। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে সুযোগকে কাজে লাগিয়ে মোহসিনের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বাংলাদেশের গোল উৎসবে উপলক্ষ হয়েছেন দলের অধিনায়ক নিজেও। শেখ মোরসালিনের পা থেকে হওয়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ দল। তবে যোগ করা অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে সিঙ্গাপুর। আসরে ভিয়েতনাম এবং ইয়েমেনের সঙ্গে হেরে আগেই মূল আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন