ঢাকা      শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার শেষ বিদায়

IMG
12 September 2025, 4:43 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: লাশবাহী গাড়িটি ঘিরে জটলা করে ছিলেন অনেকে। কেউ শোকে পাথর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন, কেউ নিজেকে সামলাতে না পেরে উচ্চ স্বরে কাঁদেন, কেউ আবার সান্ত্বনা দেন অন্যজনকে। আজ শুক্রবার দুপুর একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে এ দৃশ্য দেখা যায়।

লাশবাহী গাড়িতে করে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার (৩২) মরদেহ আনা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে একই বিভাগের শিক্ষক হন। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রিয় শিক্ষক, সহকর্মী কিংবা বন্ধুর এমন মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোকের আবহ তৈরি হয়েছে। বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ঐশী সরকার সাংবাদিকদের বলেন, ‘তিনি এমন একজন শিক্ষক ছিলেন, যার কাছে অকপটে সবকিছু বলা যেত। শিক্ষক হলেও তিনি ছিলেন বোনের মতো। শিক্ষার্থী বান্ধব এমন একজন শিক্ষককে অকালে হারাতে হবে, কখনো ভাবতেই পারিনি।’

চারুকলা বিভাগের ৪৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী উজ্জ্বল হোসেন রাজা বলেন, ‘তিনি (জান্নাতুল) চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। এরপর শিক্ষক হয়ে বিভাগের শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠেন নিবেদিতপ্রাণ। গতকালও আমাকে ফোন দিয়ে এক শিক্ষার্থীর জন্য টিউশনির ব্যবস্থা করে দিতে অনুরোধ করেছিলেন।’

আজ দুপুরে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে দেখা যায়, লাশবাহী গাড়িতে করে আনা হয়েছে জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ। সহকর্মী, শিক্ষক কিংবা প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন অনেকেই। সহকর্মীর অকাল প্রয়াণে বাকরুদ্ধ হয়ে বিভাগের অন্য শিক্ষকরা দাঁড়িয়ে ছিলেন নিশ্চুপ। দুপুর সোয়া একটার দিকে লাশবাহী গাড়িটি নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সকালে চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা বলেন, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস মৌমিতা পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার পর তিনি (জান্নাতুল) বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। এরপর তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভোট গণনার কাজের জন্য আমি সকালেই তাঁকে ফোন দিয়ে এনেছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘জান্নাতুল ফেরদৌস মৌমিতা আমার মেয়ের মতো। বিভিন্ন সময়ে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলতো। আমি যেন আমার মেয়েকেই হারালাম।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন