ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাকসু নির্বাচন: তিনদিন ধরে চলছে ভোট গণনা (ভিডিও)

IMG
13 September 2025, 12:43 PM

শরীফুল ইসলাম, বাংলাদেশ গ্লোবাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় হল সংসদের ভোট গণনা শেষে শুরু হয় জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গননা। এ নিয়ে আজ শনিবার তৃতীয় দিনের মতো গণনা চলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৭ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও চারটি হল। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ভোট গণনা চলছে। মওলানা ভাসানী হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলেী ভোট গণনা বাকি রয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, আশা করছি বাকি হলগুলোর ভোট গণনা আজকের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই আমরা ফলাফল প্রকাশ করবো।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫টি পদের বিপরীতে এবার লড়াই করেছেন ১৭৯ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ।

এর আগে, গতকাল শুক্রবার পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে পদত্যাগ করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। আর নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন