ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু (ভিডিও)

IMG
13 September 2025, 7:25 PM

শরীফুল ইসলাম, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। এ বিজয়কে তিনি উৎসর্গ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে। গতকাল জাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে হলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জান্নাতুল ফেরদৌস মৌমিতা।

আব্দুর রশিদ জিতু বলেন, পরাজিত প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সঙ্গে নিয়ে এবং তাদের পরামর্শে তিনি অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ে তুলবেন। আজ শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে নেতা-কর্মীদের সঙ্গে আনন্দ মিছিল নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আব্দুর রশিদ জিতু বলেন, এ জয় সাধারণ শিক্ষার্থীদের। নির্বাচন কমিশনের অদূরদর্শিতা এবং কর্তব্য অবহেলার কারণে ফলাফল ঘোষণায় ৪০ ঘন্টা সময় লেগেছে। তিনি বলেন, ভোট শেষ করার পূর্ব মুহূর্তে যারা নির্বাচন বর্জন করেছেন; তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। আমার বিশ্বাস নির্বাচনে ভরাডুবি টের পেয়েই তারা নির্বাচন বর্জন করেছেন। তিনি বলেন, এই নির্বাচনকে নিয়ে কোন প্রশ্ন নেই। নির্বাচন হয়েছে অবাধ এবং সুষ্ঠু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন