স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫৩ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশের ইনিংস টেনেছেন জাকের আলি ও শামীম হোসেন। তাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৩৯ রান তুলেছে টাইগাররা।
জাকের ৩৪ বলে ৪১ ও শামীম ৩৪ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন। জাকের ও শামীমের জুটি অক্ষত থাকে ৮৬ রানে। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা। আর একটি করে উইকেট পান থুসারা ও চামিরা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com