শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়া থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মর/দেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের ভাড়া বাসা থেকে তাদের লা/শ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাতে নরসিংহপুরের একটি ভাড়া ঘরে স্বামী রুবেল মিয়া (৪০), স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও সাত বছরের শিশু সন্তান জামিলার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনজনের মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ঘাটের উপর এবং স্বামীর লাশ ঘরের আড়ার সাথে ঝু/লন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পরে স্বামী আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা এখনে জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের এসআই মজিবুর রহমান বলেন, কি কারণে এ ঘটনা তা তদন্ত করছে পুলিশ। নিহতদের বাড়ি বগুড়া জেলার ধুনট থানার নলডাঙ্গা গ্রামে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com