স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবক চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে আজ সোমবার। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল। ‘বি’ গ্রুপের অন্য দল বাংলাদেশ। লাল-সবুজের দলের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার। টুর্নামেন্ট পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়ে গেল গতকাল রোববার। সেখানেই কথা বলেছেন সাত দলের অধিনায়ক ও কোচ।
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমরা ৭ সপ্তাহের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। ছেলেরা প্রস্তুত। আমরা সব প্রতিপক্ষকে সম্মান করছি। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ উন্নতি করছে। টেননিক্যাল, টেকটিক্যাল দিক থেকে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত।’
এই টুর্নামেন্টকে সামনে রেখে যশোরের শামস-উল হুদা একাডেমিতে দীর্ঘ সাত সপ্তাহের নিবিড় অনুশীলন করে বাংলাদেশ। শ্রীলঙ্কায় এবার সেটির ফল পাওয়ার আশা করছে দল। মাঠেই তার প্রমাণ দেবেন নাজমুল হুদা ফয়সালরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেছেন, ‘আমরা মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত আছি। নেপালের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। তাদের বিপক্ষে জিতেই আমরা টুর্নামেন্ট শুরু করবো। ৭ সপ্তাহের ট্রেনিং নিয়েছি, এখন মাঠে প্রমাণের পালা।’
টুর্নামেন্ট আজ সোমবার থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশ দল সময় পাচ্ছে আরও তিনদিন। বাংলাদেশের পরিকল্পনায় আপাতত নেপাল, কিন্তু চোখ সেমিফাইনালে।
ছোটন বলেছেন, ‘নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে আমাদের চিন্তা। নেপাল শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য হবে বলে আশা করি। আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চটা দেবে। আপাতত আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।’
প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ‘এ’ গ্রুপে তিন দল। তবে ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com