ঢাকা      মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

রাকসু নির্বাচন: লটারির মাধ্যমে ব্যালট নম্বর বাছাই কার্যক্রম

IMG
16 September 2025, 11:37 AM

ফয়সাল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে লটারির মাধ্যমে চলছে প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারণ। গত কয়েকদিন যাবত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। রাবির সিনেট ভবনে গত রোববার বিকেল চারটা থেকে চলমান এই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সকল প্যানেলের প্রার্থীদের ব্যালট লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। এরই মধ্যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের ব্যালট নম্বর নির্ধারিত হয়েছে ০৪ এবং ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ০৫ নাম্বার ব্যালট।

এর আগে, প্রার্থীদের দাবির মুখে ব্যালট নম্বর নির্ধারণ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে নির্বাচন কমিশন। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনের পূর্বের নীতিমালার ৬(৪) ধারা অনুযায়ী বলা হয়েছিল, ‘প্রার্থীদের তালিকা প্যানেল আকারে জমা হলে লটারির মাধ্যমে প্যানেলের ক্রমধারা নির্ধারিত হবে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণমালার আদ্যক্ষর ক্রমানুসারে প্রকাশ করবে।’

তবে সংশোধিত নীতিমালা অনুযায়ী বলা হয়েছে, ‘রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর প্রার্থীদের প্রত্যেকের ব্যালট নম্বর প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে নির্ধারিত হবে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন