ঢাকা      মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

নীলফামারীতে ৮৪৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

IMG
16 September 2025, 4:57 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: নীলফামারীতে ৮৪৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা মন্ডপসমূহে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ কথা জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী, জেলা এনসিপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু এতে বক্তব্য দেন।

সভায় বক্তারা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রশাসন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের সকল স্তরের মানুষ আপনাদের পাশে রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মিলিতভাবে শারদীয় উৎসব সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ত্রুটি যেন না থাকে, সেজন্য সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও মন্ডপ ভিত্তিক নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। এছাড়া সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো মন্ডপ।

সভায় জেলার সেরা তিনটি পূজামন্ডপকে সম্মাননা প্রদানের ঘোষণা দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম। এদিকে, শারদীয় দুর্গাপূজা ঘিরে মন্ডপ প্রতি ৫০০ কেজি করে চাল দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন