স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবিতে আফগানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান করে টাইগাররা। জবাবে ১৪৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
পারভেজ হোসেন ইমনের জায়গায় একাদশে ফিরে সাবলীল ব্যাটিং করতে না পারলেও তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন সাইফ হাসান। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দু'টি চার ও একটি ছক্কা মারেন। এরপট সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।
ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়া তানজিদ হাসান তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের ১০৪ রানে ফিরে যান। তার ব্যাট থেকে ৩১ বলে ৫২ রান আসে। তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন। চার নম্বরে ব্যাট করা তাওহীদ হৃদয় এদিনও প্রত্যাশা মেটাতে পারেননি। তিনি ২০ বলের মুখোমুখি হয়ে ২৬ রান করেন। একটি করে চার ও ছক্কা মারেন। স্লগে শামীম হোসেন ১১ বলে ১১ রান করেন। জাকের আলি ১৩ বলে ১২ ও নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেলেন। রান প্রত্যাশা ১৭০ রানের ওপরে থাকলেও দেড়শ’র পরই আটকে যায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে শুরুতেই সেদিকুল্লাহ অটলের উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ৩৫ ও আজমতুল্লাহ ওমরজাই ৩০ রান করলেও তা যথেষ্ট ছিল না। শেষ দিকে রশিদ খান ১১ বলে ২০ রান করেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com