ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের ভি ডে বা বিজয় দিবস উদযাপন জাতীয় পুনরুজ্জীবন ও একটি শক্তিশালী দেশ গঠনের পথে চীনা জনগণের আত্মবিশ্বাস ও সংকল্পকে আরও জোরদার করেছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং।
সম্প্রতি আয়োজিত এক বৈঠকে প্রেসিডেন্ট সি জিনপিং বলেন, চীনের জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব বিরোধী ফ্যাসিবাদ যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে যেসব স্মারক কর্মসূচি আয়োজন করা হয়েছে, সেগুলো জাতীয় ঐক্য এবং দেশপ্রেম জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com