ঢাকা      বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

৩০ শতাংশ নতুন প্রদর্শক ও পণ্যের অভিষেক হলো চায়না-আসিয়ান এক্সপোতে

IMG
17 September 2025, 11:14 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ২২তম চীন-আসিয়ান এক্সপো ঘিরে আসিয়ান দেশগুলো থেকে প্রায় ৩০ শতাংশ প্রদর্শক বা পণ্যের অভিষেক ঘটতে চলেছে। নানিং কাস্টমস এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং প্রশাসনিক অঞ্চলের রাজধানী নানিং শহরে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত চলবে এই মেলা। চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা (সিএএফটিএ)-কে আরও উন্নত করা এবং দুই পক্ষের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করা এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

কুয়াংশি আন্তর্জাতিক এক্সপো বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক ছেংকং বলেন, "চীন-আসিয়ান এক্সপো কেবল মুক্ত বাণিজ্য এলাকার সংস্করণ ১.০ থেকে ২.০-তে উন্নীত করতেই সহায়তা করেনি, বরং এখন আমরা সংস্করণ ৩.০-এর যুগে প্রবেশ করছি। এটি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে আরও বিস্তৃত পরিসরে, আরও বেশি খাতে এবং গভীরতর পর্যায়ে সহযোগিতার শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

১০ হাজার বর্গমিটারের এআই প্যাভিলিয়নটি এক্সপোর ইতিহাসে একক থিমের সবচেয়ে বড় প্যাভিলিয়ন হতে চলেছে। এখানে প্রায় ২০০টি উচ্চ প্রযুক্তি প্রতিষ্ঠান একত্রিত হবে এবং প্রায় এক হাজার ২০০টি উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হবে।

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল সিএএফটিএ ২০১০ সালে চালু হয়। এরপর থেকে এর ক্রমাগত উন্নয়ন ঘটেছে। এর সংস্করণ ২.০ চুক্তি ২০১৫ সালে স্বাক্ষরিত হয় এবং ২০১৯ সালে কার্যকর হয়। চলতি বছরের মে মাসে সিএএফটিএ-র সংস্করণ ৩.০ নিয়ে আলোচনা শেষ হয় ।

১ লাখ ৬০ হাজার বর্গমিটার এলাকার এবারের প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন গুণগত উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য নতুন প্যাভিলিয়নের পাশাপাশি সুনীল অর্থনীতি এবং উন্নত মানের বৈদেশিক বাণিজ্য পণ্যের জন্য নতুন বিভাগ থাকছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন