ঢাকা      বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

স্কুলে স্মার্ট ফোন নিষিদ্ধের পক্ষে জার্মানরা: সমীক্ষা

IMG
18 September 2025, 11:40 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জার্মানির কেন্দ্রীয় জনসংখ্যা বিষয়ক গবেষণা ইনস্টিটিউট (বিআইবি)-র সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৭২ শতাংশ জানিয়েছেন, পাঠ্যসূচির অংশ না হলে ক্লাসে ব্যক্তিগত স্মার্ট ফোন ব্যবহার করা উচিত মনে করেন না তারা৷ অংশগ্রহণকারীদের ৯৫ শতাংশ মানুষ মনে করেন, প্রাথমিক স্কুলে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করা একেবারেই অনুচিত৷ ৫৩ শতাংশের মতে, সব স্তরের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন একেবারেই ব্যবহার করা উচিত নয়৷

জার্মানির রাজ্যগুলিতে বর্তমানে আলোচিত হচ্ছে স্কুলে মোবাইল ব্যবহারের বিষয়টি৷ হেসে রাজ্যে কিছু ক্ষেত্রে ছাড় থাকলেও স্কুলে নিষিদ্ধ করা হয়েছে স্মার্ট ফোন৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের একটি বড় অংশের মতে, স্কুলে শিক্ষকদের উচিত ক্লাস রুমে ইন্টারনেট ও নিয়ন্ত্রিতভাবে স্মার্ট ফোন ব্যবহার শেখানো৷

প্রাপ্তবয়স্কদের মতে, ১২ বছর বয়সের আগে কোনোমতেই শিশুদের হাতে স্মার্ট ফোন দেওয়া উচিত নয়৷ আৱ ইনস্টাগ্রাম বা টিকটকের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে অবশ্যই ১৪ বছর বয়সী হতে হবে বলে মনে করছেন এই সমীক্ষার অংশগ্রহণকারীরা৷

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন