ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বহু বছরের সুসম্পর্ক আরও জোরদার করে গতকাল বুধবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে পাকিস্তান এবং সৌদি আরব। চুক্তিপত্রে সইয়ের পর তারা জানায়, এক দেশ আক্রান্ত হলে অপর দেশটিও আক্রমণকারীর বিরুদ্ধে আক্রমণের পথ বাছতে পারে।'
প্রতিরক্ষা প্রশ্নে মূলত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল মধ্যপ্রাচ্যের দেশগুলি। কাতারে ইসরাইলি আক্রমণ তাদের চিন্তায় ফেলেছে। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, "দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা মজবুত করতেই এই চুক্তি। এক দেশের উপর আক্রমণ নেমে এলে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করাও এই চুক্তির লক্ষ্য। এই চুক্তি অনুযায়ী, এক দেশের উপর আক্রমণকে দু’টি দেশের উপর আক্রমণ হিসেবেই গণ্য করা হবে।"
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এই চুক্তি হয়। সইয়ের পর দু’জন দু’জনকে জড়িয়ে ধরেন। গত ২২ এপ্রিল পেহেলগামের ঘটনা এবং তার পর অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের যে সামরিক টানাপোড়েন তৈরি হয়, তার প্রেক্ষিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com