ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ত্বকের ক্যানসারে ভুগছেন। গতকাল বুধবার তার ডাক্তার এই কথা জানিয়েছেন। ডাক্তার ক্লদিও বিরোলিনি সাংবাদিকদের জানান, পরীক্ষার পর প্রাথমিক স্তরে ক্যানসারের প্রভাব দেখা গেছে।
এর আগে, বমি এবং নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন বলসোনারো। হাসপাতালে একদিন রেখে ছেড়ে দেওয়া হয় তাকে। গণতান্ত্রিক সরকারকে সরানোর জন্য সামরিক অভ্যুত্থানের চক্রান্তে দোষী সাব্যস্ত হন বলসোনারো। এতোদিন তিনি গৃহবন্দি ছিলেন। মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com