শরীফুল ইসলাম, সাভার: নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট হলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ ২৫ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
শপথ নেওয়ার পরে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সকলের সহযোগিতা নিয়ে জাকসুর কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় তারা ভোটারদের ধন্যবাদ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেলে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ করানো হয়। উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com