ঢাকা      শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সুপার ফোরে রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

IMG
20 September 2025, 12:40 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর রাউন্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। দুই দলের এই লড়াইটা শুধু মাঠে ব্যাটে-বলেই নয়, গ্যালারিতে থাকা দর্শক কিংবা বাইরে থাকা সমর্থকদের মাঝেও পৌঁছে যায়। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তেমনটা দেখা যায়নি। লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। ঠিকঠাক মতো লড়াইটাও করতে পারেনি লিটন দাসের দল।

সেই হারের ক্ষত ভুলে এবার নতুন শুরু বাংলাদেশের। সুপার ফোরে এটাই প্রথম ম্যাচ হবে লাল-সবুজের প্রতিনিধিদের। এখানকার তিন ম্যাচের পয়েন্টের হিসেবই বিবেচ্য হবে ফাইনাল খেলতে। তাই লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের হারে প্রতিশোধ নিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার লক্ষ্য থাকবে। যেই লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন লিটন দাস-জাকের আলীরা। অবশ্য গ্রুপ পর্বের পারফরম্যান্সের পরে এমন বিশ্বাস করা ভক্ত হাতে-গোনা কয়েকজন পাওয়া যাবে কি-না, সেটাও সন্দেহ!

হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে জিতলেও সেই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তো লড়াইটাও করতে পারেননি ব্যাটাররা। এই হারে কঠিন হয়ে পড়েছিল সমীকরণ। শেষ ম্যাচে আবার আফগানিস্তানকে হারালেও সুপার ফোরের ভাগ্য ঝুলে ছিল শ্রীলঙ্কার জয়ের উপর।

গত কয়েক বছর ধরে বাংলাদেশের বোলাররা বেশ ভালো পারফর্ম করছেন। কিন্তু বিপরীত চিত্র ব্যাটিংয়ে। টানা ব্যর্থ তাওহিদ হৃদয়রা। রান পেলেও প্রশ্ন উঠছে জাকের আলীর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। ফলে টপ অর্ডার ব্যর্থ হলেই উন্মুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন। বাকিরা যোগ দিচ্ছেন যাওয়া-আসার ভিড়ে। গুটিয়ে যাচ্ছে অল্প রানেই। এমন অবস্থায় ভালো করতে চাইলে ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার বিকল্প কিছু নেই।

এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়-পরাজয়ের হিসাব-নিকাশও হবে ব্যাটিংয়ে বাংলাদেশ কতোটা সফল হতে পারছে সেটার উপর। যদিও শেষ লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বোলিংটাও অতটা ভালো হয়নি। সেই জায়গায়ও কিছুটা উন্নতি করার সুযোগ রয়েছে।

উইকেট বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ করেছেন তিনি। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম। তাওহিদ হৃদয়কেও বিশ্রাম দেওয়া হতে পারে এ ম্যাচে এশিয়া কাপে টানা ব্যর্থ তিনি। সাইফ হাসানকে দেখা যেতে পারে একাদশে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন