স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল রোববার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না লাল-সবুজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৪-০ গোল জয়লাভ করে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেদেকানা ফুটবল কমপ্লেক্সে অনুশীলন করে। এছাড়াও দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দুপুরে টিম হোটেলের কাছে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে।
এদিন মিডিয়া সেশনে ব্রিফ করেন বাংলাদেশ দলের মিডফিল্ডার মোহাম্মদ আরিফ ও ডিফেন্ডার ইকরামুল ইসলাম। তারা দলের প্রস্তুতি ও শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com