শরীফুল ইসলাম, সাভার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা সভার আয়োজন করে আশুলিয়া থানা বিএনপি।
এসময় ৩১ দফা পড়ে শোনান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এসময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com