শরীফুল ইসলাম, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মরণে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান আরও বলেন, পিআর পদ্ধতি দিয়ে কোন নির্বাচন হবে না। বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে সেটাই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খেলায় নগরচর স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হারানগর স্পোর্টিং ক্লাব। মাঠে কয়েক হাজার জনতা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com