বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই খেলায় অংশ নিচ্ছপ বাফুফের এলিট একাডেমির মেয়েরা ও চায়না ইউনিভার্সিটি অব উইমেন্স ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। ২৬ মিনিট পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। তবে দু'দলই সুযোগ পেয়েছি। কিন্তু তা গোলে রুপান্তর করতে পারেনি কোনো দল।
প্রীতি ফুটবল খেলাটি আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচ খেলার জন্য চীনের মেয়েরা গত বুধবার ঢাকায় এসেছেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে ফুটবল ফেডারেশন ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ম্যাচের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com