স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। দুবাইয়ে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কান একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে।
আগে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে লিটন বলেন, ‘এখানে প্রথম পর্বের খেলায় দেখেছি, পরে ব্যাট করা দল জিতেছে। আমরা খুবই রোমাঞ্চিত। দলের সবাই খুব ভালো করছে। আমরা দু'টি পরিবর্তন এনেছি।’
এদিকে, শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বললেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন। তিনি বলেন, ‘দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব্যবহৃত পিচ। তাই আমরা আগে ব্যাট করছি, এটা কোনো ব্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা পারফর্ম করছে।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com