ঢাকা      রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২
শিরোনাম

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের শুভ সূচনা

IMG
21 September 2025, 12:13 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। এর আগে, দাশুন শানাকার হার না মানা অর্ধশতকে ৭ উইকেটে ১৬৮ রান করে লঙ্কানরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারালেও সাইফ হাসানের ব্যাটে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত ফিফটির পর সাইফ ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন তাওহীদ হৃদয়।

চামিরার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে হৃদয় বিদায় নেয়ার কিছুক্ষণ পর দ্রুতই বিদায় নেন জাকের আলী ও মেহেদী হাসান। এরপর এক রান নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সুপার ফোরে শুভ সূচনা করলো বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে শ্রীলঙ্কা। উদ্বোধনী ‍জুটিতে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ গড়ে লঙ্কানরা। মুস্তাফিজুর রহমান ২০ রানে ৩ উইকেট নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন