স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর কালানিয়া ফুটবল একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে।
গ্রুপ পর্বের সমীকরণ বলছে, শ্রীলঙ্কার সামনে কোয়ালিফাই করার সামান্য সুযোগ থাকলেও তা বাস্তবায়ন কঠিন। নেপালের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারা লঙ্কানদের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে। তারপর তিন দলের পয়েন্ট সমান হলে গোল গড়ে লঙ্কানদের এগিয়ে থাকতে হবে। তবে সাত গোলের ব্যবধানে হেরে গেলে বিদায় নিতে হতে পারে বাংলাদেশকেও।
নেপালকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে লাল-সবুজের দল। টেবিলে সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ ও নেপাল। এক ম্যাচ খেলা শ্রীলঙ্কা আছে শূন্য পয়েন্টে।
ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা জিততেই এসেছি। জয় ছাড়া কিছু ভাবছি না। কলম্বোতে এসেছি শিরোপা জিততে। তাই ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যেতে চাই।
অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, নেপালকে হারিয়েছি, এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। জয় ছাড়া কিছুই ভাবছি না।
এদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আগামীকাল সোমবার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com