ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), ৪৬ নং গেন্ডারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান (৩২), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮), কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাগেরহাট জেলার মোংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মো: সজিব কাজী (৩৪) এবং হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com