ঢাকা      সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি

IMG
22 September 2025, 12:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ ভোর পাঁচটা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি সকাল সাতটা পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সকাল সাড়ে নয়টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মনিপুরীপাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা ও খিলক্ষেত এলাকায় রাস্তায় পানি জমে যায়। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কোথাও কোথাও হাঁটু সমান পানি দেখা গেছে। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিল এলাকায় আবার কোমর সমান পানি জমেছে কোথাও কোথাও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যদিও আবহাওয়া অধিদপ্তর এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম মনে করছেন, এর প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আজ সকালে সাংবাদিকদের জানান, 'ইতোমধ্যে লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে। আর সম্ভবত এর প্রভাবেই আজকে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন