এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাহসান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছেন। সেখানে সঙ্গীত জীবনের ২৫ বছরের বিশেষ মুহূর্ত উদযাপন করছেন তিনি। এই সফরে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করার কথা তার। তবে এক ভিডিও বার্তায় কনসার্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন তাহসান।
ভিডিও বার্তায় তিনি বলেন, 'এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে?' তিনি আরও জানান, ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।
গত বছর অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে তাহসান বলেছিলেন, 'আমি ২০ বছর ধরে অভিনয় করছি। কখনো কখনো নিজে নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে, থেমে যাওয়া জরুরি।'
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com