শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ-সভাপতি ও তেতুলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে পৌর এলাকার ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে। জসিম উদ্দিন তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের ছেলে।
সাভার মডেল থানা এসআই ইমরান হোসেন সাংবাদিকদের জানান,২০২৪ সালের ৫ আগস্ট সাভারের বাসিন্দা নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৭৬ নম্বর আসামী গ্রেফতারকৃত জসিম উদ্দিন।
এছাড়া একই দিন সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত (১৭)। এ মামলায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জসিম উদ্দিন এ মামলার ১০০ নম্বরে তালিকাভুক্ত আসামী।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com