প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। সোমবার দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অর-এর ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো।
দেম্বেলের উদযাপনের মুহূর্তটির সাক্ষী হতে পারেননি পিএসজি কোচ লুইস এনরিকে ও সিংহভাগ ক্লাব সতীর্থ। রোববার রাতে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও বাজে আবহাওয়ার কারণে লিগ ওয়ানের ম্যাচটি পিছিয়ে সোমবার রাতে নেওয়া হয়। উরুর চোটে ভুগতে থাকায় দেম্বেলে খেলতে পারেননি বলে আসেন ব্যালন ডি'অর অনুষ্ঠানে। তবে উপস্থিত ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির উয়েফা চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা জয়ে দেম্বেলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্যারিসিয়ানদের হয়ে মোট চারটি ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। আরও জেতেন ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ। এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির জার্সিতে দেম্বেলে খেলেন ৫৩ ম্যাচ। নিজে ৩৫ গোল করার পাশাপাশি সহায়তা করেন আরও ১৬ গোলে। ব্যালন ডি'অরের লড়াইয়ে তার মূল প্রতিদ্বন্দ্বী ১৮ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামালও ছিলেন অসাধারণ ছন্দে। বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন তিনি। তার ক্লাব জেতে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
মেয়েদের বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি'অর জিতে ইতিহাস গড়েছেন আইতানো বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে এই কীর্তি লিখেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার। তিনি ছাড়িয়ে গেছেন দু'বার বর্ষসেরা হওয়া ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে।
গত মৌসুমে বার্সেলোনা নারী দলের হয়ে ঘরোয়া ট্রেবল জেতেন ২৭ বছর বয়সী বনমাতি। তবে কাতালানদের হয়ে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ ও স্পেনের হয়ে নারী ইউরোর ফাইনালে উঠলেও হেরে যান। তারপরও নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তিনি উভয় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ব্যালন ডি'অরের লড়াইয়ে বনমাতি পেছনে ফেলেন আর্সেনালে খেলা স্বদেশি মারিয়োনা কালদেন্তেকে।
ব্যালন ডি'অর দেওয়ার ক্ষেত্রে আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক বর্ষপঞ্জির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হতো। এখন বিবেচনা করা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে। এবারের জন্য সময়সীমা ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com