ঢাকা      মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

IMG
23 September 2025, 8:30 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: পূজামন্ডপের নিরাপত্তায় আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পূজামন্ডপের নিরাপত্তায় বুধবার থেকে আনসার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে। এছাড়াও নিরাপত্তায় মাঠে পুলিশের মোবাইল টিম, র‌্যাবের মোবাইল টিম, বিজিবির মোবাইল টিম ও সেনাবাহিনীর মোবাইল টিম থাকবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ডিসি অফিসে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি নেই। পূজা উদযাপনের লক্ষ্যে সভায় সিদ্ধান্ত ছিল মণ্ডপ তৈরি করার সময় থেকেই পূজা কমিটির পক্ষ থেকে সাতজন করে ভলান্টিয়ার রাখবে। তারা সার্বক্ষণিক নজরদারি করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলায় নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি কমিটিও করে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের যানজট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের জায়গা আছে সাত থেকে আট শতাংশ, এই জন্য অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়। মুক্তারপুর থেকে একটা ফ্লাইওভার করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘এখন একটা রাস্তা বের করতে যদি চান, হয়তো অনেকের বাড়িঘর ভাঙ্গা পড়বে। কিন্তু এটা তো আবার কেউ দেবে না। সমস্যাটা বলবে, কিন্তু সমাধান নেই। একসময় এটাই কিন্তু মেইন হাব ছিল। ট্রেনগুলো কিন্তু সব এখান থেকে ছেড়ে যেত। ইন্ডাস্ট্রিয়াল হাবটাও কিন্তু এখানেই ছিল। আগে তো পাটের ব্যবসাটা ছিল বেশি। কিন্তু তারপরও পুরো নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা উপজেলা কিন্তু এখন একটা বিজনেস হাউস। এজন্য নতুন যে বাড়ি-ঘর হবে, সেটা যেন পরিকল্পনা করে করা হয়। এজন্য আমার মনে হয়, পর্যাপ্ত রাস্তা রাখতে হবে। রাস্তা না রাখলে তো আপনি চলাচল করতে পারবেন না।’

সড়কে যানজট নিয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি দেখবেন যে এখন রিকশাগুলো আবার হয়ে গেছে ব্যাটারি চালিত। এগুলো তো অনেক সময় সমস্যা তৈরি করে। গাড়ির সংখ্যাটাও অনেক বেড়েছে।'

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় মূলত ছিল মতবিনিময় করা। এছাড়াও শারদীয় দুর্গাপূজা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, মাদকের প্রকোপ নিয়ন্ত্রণ ও নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন