ঢাকা      মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান

IMG
23 September 2025, 11:41 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক দেশব্যাপী পরিচালিত পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ এবং বিক্রয় কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সরঞ্জাম ও পাইপ অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, মিল্টন রায় এবং সৈকত রায়হানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর ও রাধানগর এলাকায় মোট ৭০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় দু'টি বাণিজ্যিক প্রতিষ্ঠান "মিস্টার কিচেন" এবং "পিজ্জা বয়"-এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্রাহককে মোট ৪০ হাজার টাকা এবং দু'টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রায় ৬০০ ফুট এমএস পাইপসহ বিভিন্ন ধরনের বার্নার ও ওভেন জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় পরিচালিত অভিযানে ৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ৪টি চুনা কারখানা এবং ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান (হোটেল, চায়ের দোকান) ছিল। অভিযানে বিভিন্ন আকারের প্রায় ৮৭০ ফুট পাইপ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইভাবে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল ও বোরহানিবাগ/মুসলিমবাগ এলাকায় একটি ওয়াশিং কারখানা, একটি তারের কারখানা এবং একটি ৪ তলা আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাগুলোয় বয়লার, ড্রায়ার, তাপাই ভাট্টিসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থাপনা ছিল, যার মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছিল। এই অভিযানে ২৯০ ফুট পাইপ, দু'টি বল ভালভ এবং একটি কম্প্রেসর সেট জব্দ করা হয়। এসব অবৈধ সংযোগ থেকে প্রতি মাসে আনুমানিক ৬ লাখ ৮০ হাজার ১৪৮ টাকা মূল্যের ২৩ হাজার ২৪৫ ঘনমিটার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার নরসিংদীর মনোহরদী উপজেলায় অনুমোদনহীন এবং ভেজাল জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ প্রতিষ্ঠান থেকে ৫৭০ লিটার ডিজেল এবং ২৭৫ লিটার পেট্রল জব্দ করা হয়।

এই অভিযানগুলো অবৈধ জ্বালানি ব্যবহার এবং বিপণন বন্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায়ের মাধ্যমে সরকার জ্বালানি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন