ঢাকা      মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ফুটসালে মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ

IMG
23 September 2025, 11:52 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় খেলতে যাওয়া বাংলাদেশ টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে। সোমবার মালয়েশিয়ায় ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের কাছে ৭-১ গোলে হার মানে লাল-সবুজের দল।

এ নিয়ে বাছাইয়ে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে হেরে বাছাই শুরু করেছিলেন রাহবার-আজিমরা।

এই ম্যাচেই অবশ্য মালয়েশিয়ার জালে গোল করে দারুণ এক প্রাপ্তি হয়েছে ফায়েদ আজিমের। আন্তর্জাতিক ফুটসালে দেশের প্রথম গোলদাতা হয়েছেন তিনি।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই হারে এই দুই দলেরই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন