ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে তাও দেবে সরকার।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোন অবহেলা হবে না বলেও জানান তিনি।
গতকাল সোমবার বিকেল তিনটার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে ৪০ ভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এসময় দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com