শরিফুল ইসলাম, সাভার: গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী শেখ সাদী। এসময় জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীসহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শেখ সাদী ১২টি দাবি তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে। তাই তারা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন।
এসময় তিনি পুনরায় জাকসু নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রদল প্যানেল বিজয়ী হতো বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। এছাড়া এজিএস সহ ২১টি পদে জয়ী হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com