ঢাকা      মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হংকংয়ের দিকে এগোচ্ছে শক্তিশালী ঝড় রাগাসা

IMG
23 September 2025, 7:56 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিপাইনের পর এবার হংকংয়ের দিকে এগোচ্ছে টাইফুন রাগাসা। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে এটিকে। সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপাইনে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, হংকং কর্তৃপক্ষ টাইফুনের জন্য ৮ মাত্রার সতর্কতা জারি করেছে। এটা সর্বোচ্চ ১০ নম্বর সংকেতের মাত্র দুই স্তর নিচে। এর অর্থ হলো ৬৩ কিলোমিটার বা তার বেশি গতিবেগের বাতাসের সম্ভাবনা রয়েছে।

রাগাসা এগিয়ে আসতে থাকায় হংকংয়ে এশিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আগামীকাল বুধবার চীনের গুয়াংদং প্রদেশে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গুয়াংদং থেকে তিন লাখ ৭০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে। চীন সরকার কমপক্ষে ১০টি শহরকে স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন