ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া সুপার টাইফুন রাগাসার প্রভাবে বিপর্যস্ত এশিয়ার বিমান চলাচল পরিষেবা৷ চীনের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার গুয়াংডং প্রদেশে আছড়ে পড়বে এই সুপার টাইফুন৷ তার প্রভাবে ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে৷ দক্ষিণ চীনে জারি করা হয়েছে সর্বোচ্চ টাইফুন অ্যালার্ট৷
হংকংয়ের একটি বিমান সংস্থা জানিয়েছে, কমপক্ষে ৫০০টি বিমান বাতিল করেছে তারা৷ একই অবস্থা অন্য বিমান সংস্থাগুলোরও৷ হংকং আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, ঝড়ের সময় খোলা থাকবে বিমানবন্দর৷ যাত্রীদের থাকার ব্যবস্থা করা হবে৷
ইতিমধ্যে তাইওয়ান ও ফিলিপাইনে এই সুপার টাইফুনের প্রভাবে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত ও ঝড়৷ ফিলিপাইনে মৃত্যু হয়েছে একজনের৷ তাইওয়ানে আহত হয়েছেন অন্তত ৬ জন৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com