বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ৯ বছর ধরে আলাপ-আলোচনার পর অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ইন্দোনেশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার মারস সেফসভিচ ও ইন্দোনেশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রী আইরলাঙ্গো হার্টার্টো বালিতে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা ও বিনিয়োগ সুরক্ষা নীতিতে স্বাক্ষর করেন৷
এই চুক্তির কারণে ইইউ থেকে ইন্দোনেশিয়ায় গাড়ির যন্ত্রাংশ, কৃষি এবং ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে থাকা বেশিরভাগ শুল্ক বাতিল হবে। একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহনের মতো খাতে বিনিয়োগের সূচনা হবে৷
হার্টার্টো চুক্তিটিকে ‘একটি মাইলফলক’ বলে অভিহিত করেছেন৷ ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডেয়ার লাইনের মতে, এই চুক্তি ইউরোপের প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। এটি কাঁচামালের জোগান বাড়াবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com