ঢাকা      বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

রিয়াল মাদ্রিদের হয়ে গোলের খাতা খুললেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো

IMG
24 September 2025, 6:30 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে গোলের খাতা খুললেন আর্জেন্টাইন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। লেভান্তের মাঠে ৩৮ মিনিটে লস ব্লাঙ্কোদের হয়ে প্রথম গোল করেন তিনি। একই সাথে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মাদ্রিদের দলটি। একের পর এক আক্রমণ সামাল দেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ান। তবে ২০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের বাঁ পায়ের অনন্য ত্রিভেলা শটে জালের ঠিকানা পায় রিয়াল। এর পরই রিয়ালের নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর দারুণ প্রচেষ্টায় দ্বিতীয় গোল পায় অতিথি দলটি।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারতো রিয়াল। কিন্তু রায়ানের দৃঢ়তায় বেঁচে যায় লেভান্তে। বিরতির পর অবশ্য ভাগ্যের জোরে তারা ব্যবধান কমায়—একটি ডিফ্লেকশন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে এট্টা আইয়ংয়ের কাছে পৌঁছালে তিনি কাছ থেকে হেড করে গোল করেন। লেভান্তে স্বপ্ন দেখতে থাকে অসম্ভব এক কামব্যাকের।

তবে সেই স্বপ্ন দীর্ঘ হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। কিছুক্ষণের মধ্যেই আবার জালের দেখা পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা। একই সাথে নিশ্চিত হয় রিয়ালের দাপুটে জয়।

ছয় ম্যাচে ছয় জয় নিয়ে লিগ তালিকায় শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। সামনে অপেক্ষা মাদ্রিদ ডার্বি, যেখানে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখাই হবে জাবি আলোনসোর দলের বড় লক্ষ্য।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন