ঢাকা      বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিল, সভাপতি বাবু ও সম্পাদক মকছুদার

IMG
24 September 2025, 7:51 AM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাত নয়টার দিকে ফল ঘোষণা করা হয়। এতে মোশাররফ হোসেন বাবু সভাপতি, সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক পদে নুরে আলম সিদ্দিক পিটন ও হারুন অর রশিদ রাহাত নির্বাচিত হন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোশাররফ হোসেন বাবু ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মকছুদার রহমান মাস্টার। নুরে আলম সিদ্দিক পিটন ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ রাহাত ৩২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, গত ৯ বছর ধরে গাইবান্ধা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গাইবান্ধা পার্কে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮৫৭ জন ভোট দেন।

রংপুর বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল কাউন্সিলে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার বলেন, দীর্ঘ ৯ বছর পর নেতা-কর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলের সাংগঠনিক গতিও বাড়বে।

এর আগে, দিনের শুরুতে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন একই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে পাঁচজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৬ সালে সর্বশেষ গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন