স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচে পা হড়কালেই শেষ হয়ে যেতে পারে সব আশা। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজ বুধবার—দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারতের।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত। অন্যদিকে, বাংলাদেশ আগামীকাল বৃহস্পতিবা আবার মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। তাই টানা দুই দিনে দুটো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লিটন দাসের দলকে। তবে এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালে খেলার সম্ভাবনা জাগবে টাইগারদের।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে। কিন্তু শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পাকিস্তান ইতিমধ্যে দুই ম্যাচে লড়াই করতে পারেনি। ফলে বাংলাদেশ কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে, তা নিয়েই বেশি কৌতূহল ভক্তদের।
তবে ভারতকে অতিরিক্ত ভয়ের কিছু মনে করতে নারাজ বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তার মতে, সুপার ফোরের প্রতিটি দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে।
সিমন্স বলেন, ‘প্রত্যেক দলেরই সুযোগ আছে ভারতকে হারানোর। সবকিছু নির্ভর করছে ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার খেলার ওপর। অতীত কী হয়েছে তা নয়, বুধবার ভারতের কী হয় সেটাই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো নিজেদের সেরা খেলাটা খেলতে এবং ভারতকে ভুল করতে বাধ্য করতে। এভাবেই ম্যাচ জেতা সম্ভব।’
সংখ্যা কিংবা পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সুযোগ এলে তা কাজে লাগাতে পারলেই জয় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কোচ। এজন্য ফিল্ডিংয়ে কোনো ভুল না করার পরামর্শও দিয়েছেন তিনি। ক্যাচ, রান আউট বা স্টাম্পিং—যে সুযোগই আসুক না কেন, তা যেন হাতছাড়া না হয়।
‘বিশ্বাস রাখা জরুরি। আমরা নিজেদের মধ্যে বসে তা নিয়েও আলোচনা করেছি। সবার মধ্যেই এখন বিশ্বাস আছে যে সুযোগ এলে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবো। ভারতের বিপক্ষে জয়ের সুযোগ আমাদের আছে, শুধু সেটিকে কাজে লাগাতে হবে’- যোগ করেন সিমন্স।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com