শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। এ ঘটনায় সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, আজ বুধবার ভোরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তর পাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ১৫ থেকে ২০ সদস্যের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় এক ঘন্টা ধরে আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় তারা।
পরে আজ সকালে বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com