ঢাকা      বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা

IMG
24 September 2025, 4:37 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ থাকবে।

চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শ্রমিককে ব্ল্যাক লিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে।

তবে শ্রমিকরা তাদের পাওনাদি পরিষদের দাবিতে আজ সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় নাসা গ্রুপের শ্রমিকদের দাবি দাওয়ার জন্য শ্রমিকরা আসা শুরু করলে তাদের মধ্যে কিছু দলীয় স্বার্থান্বেষী গোষ্ঠী এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।

এর ফলে তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু সদস্য আহত হন। পরবর্তীতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজন শ্রমিক আহত হলে সেনাবাহিনী তাকে ফার্স্ট এইড দিয়ে নিরাপদে সরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন