ঢাকা      বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
শিরোনাম

রাকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের

IMG
16 October 2025, 5:50 PM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ বিরুদ্ধে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ, ভোটদানে বাধা, লাইনজ্যামিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের' প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

এ সময় উপস্থিত ছিলেন এই প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা আশা করেছিলাম, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। প্রস্তুত ছিলাম আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন হবে। যা গত ১৭ বছর এ দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। এবার রাকসু নির্বাচনে অবাধ, সুষ্ঠু পরিবেশ পাব। আমরা সকালে বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই পরিবেশ আর থাকেনি।

শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসহ বিভিন্ন গেট দিয়ে লাল জার্সি পরা শত-শত বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী।

এ ছাড়া ক্যাম্পাসের আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীর অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করে তিনি।

শিবির সমর্থিতরা ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, জিয়া হলের ভোটকেন্দ্রে ১০০ ব্যালট পেপারে আগে থেকে স্বাক্ষর করা ছিল। সেখানে এক ঘণ্টা ভোট বন্ধ ছিল। ওই একঘণ্টায় ওখানে ভোট জালিয়াতি হয়েছে কিনা সন্দেহ প্রকাশ করেন জীবন।

শিবিরের বিরুদ্ধে ভোটকেন্দ্রে লাইনজ্যামিংয়ের অভিযোগ এনে ছাত্রদলের জিএস বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছিল, তখন দীর্ঘ লাইন ছিল। কিন্তু দুপুরের পরেও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে, সেখানে লাইন জ্যামিং করে ভোটারদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

ভিপি প্রার্থী আবির বলেন, তারা শিক্ষার্থীদের শেষ রায় পর্যন্ত দেখবেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন